ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

জিততে হলে বাংলাদেশেকে করতে হবে ১৪২ রান


তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। কার্টেল ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমে ১০ ওভার হলেও কমেনি কিউই ব্যাটসম্যানদের দাপট। টাইগার বোলারদের পিটিয়ে নির্ধারিত ওভার শেষে স্বাগতিকরা ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪১ রান।

অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিদ্ধান্তটি যে ভুল ছিল তা প্রমাণেই যেন মাঠে নামেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। একেরপর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে বিদ্যুৎগতিতে রান তুলতে থাকেন দুজন।

বাংলাদেশি ফিল্ডাররা এ ম্যাচেও ক্যাস মিসের মহড়া বজায় রেখেছিলেন। সেই সুযোগে আরও আক্রমণাত্মক খেলতে থাকেন গাপটিল ও অ্যালেন। দুজনের উদ্বোধনী জুটিতে ৩৪ বলে আসে ৮৫ রান। সাজঘরে ফেরার আগে গাপটিল ১৯ বলে ৪৪ রান করেন। তার জায়গায় নামা গ্লেন ফিলিপস করেন ১৪ রান।

ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেয়া অ্যালেন শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৭১ রান। মিচেল ১১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, মাহেদী ও শরিফুল ইসলাম।

ads

Our Facebook Page